দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী। এবার আসছে তার অভিনীত সিনেমা ‘ভোলা শঙ্কর’। এতে আরও আছেন দক্ষিণী অভিনেত্রী তামান্নাহ। এ সিনেমার প্রথম পোস্টর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। স্টাইলিশ নির্মাতা মেহের রমেশ ছবিটি নির্মাণ করেছেন।
মহা শিবরাত্রি উপলক্ষে ছবিটির প্রথম পোস্টার শেয়ার করেছেন পরিচালক।
ভাইব অব ভোলা পোস্টার নামক ফার্স্ট লুক চিরঞ্জীবীকে দেখতে দারুণ দেখাচ্ছে। তার ড্রেস থেকে গাড়ির উপর বসার পজিশন, সবকিছুতেই একটা অভিনব এবং চমকে দেয়ার ভাব রয়েছে। চোখে সানগ্লাস ও হাতে ত্রিশূলসহ একটি চেইন ঘুরছে। ড্যাশিং এ লুক দিয়ে ভক্তদের নজর কেড়েছেন চিরঞ্জীবী।
সিনেমাতে জাতীয় পুরষ্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশও অভিনয় করেছেন। তিনি চিরঞ্জীবীর বোনের ভূমিকায় হাজির হবেন।
ক্রিয়েটিভ কমার্শিয়ালের সাথে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে অনিল সুঙ্কারার এ কে এন্টারটেইনমেন্টস।
এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভোলা শঙ্কর’।