কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’ এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) গিটারিস্ট চন্দ্রমৌলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স হয়েছিল ৪৮ বছর। তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। মেনে নিতে পারছেন না ভক্ত, অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ‘ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। তার বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী তার বাড়িতে যান। সেখানে গিয়েই চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। থানায় খবর দেয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি।
তার ঘনিষ্ঠ এক শিল্পী বলেন, ‘সকাল থেকেই ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তবে ও যে নিজেকে শেষ করে দেবে বুঝতে পারিনি।’
চন্দ্রমৌলির এমন মৃত্যুর ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ সকলে। রবিবার সকালেও যে মানুষ সামাজিক মাধ্যমে সরব ছিলেন, তার ঘণ্টা কয়েকের ভেতরেই তিনি নেই!
২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। থাকতেন মধ্য কলকাতায়।