দেশের প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত ১ ফেব্রুয়ারি তাকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে এ সংগীতশিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
দেশের প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত ১ ফেব্রুয়ারি তাকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে এ সংগীতশিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।
তিনি বলেন, দুদিন আগে তাকে (ফরিদা পারভীন) আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। তিনি এখন বেশ ভালো আছেন। সবার সঙ্গে কথাবার্তা বলছেন। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আশা করা যাচ্ছে দুয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি।
এর আগে হাসপাতালে ভর্তির পর দায়িত্বরত চিকিৎসকরা জানান, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ফরিদা পারভীনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। শিল্পীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে তার। বর্তমানে তিনি বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন।
এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সেই সময়ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ শিল্পী।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়