প্লাস্টিক সার্জারিই কাল হলো আর্জেন্টিনার সাবেক বিউটি কুইন এবং জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরির। গত ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় ৪৮ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।
জ্যাকুলিন দক্ষিণ আমেরিকার সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ করে সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল নেটওয়ার্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন রক্ত জমাট বেঁধেছিল। ফলে জটিলতা দেখা দেয়। যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে তার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জ্যাকুলিনের মৃত্যুর সময় তার পাশে সন্তান ক্লো এবং জুলিয়ান ছিলেন।
জ্যাকুলিন তার জেলার বিউটি কুইন মুকুট পেয়েছিলেন এবং ১৯৯৬ সালে আর্জেন্টিনার সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙুর ফসলের উৎসবে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ নির্বাচিত হয়েছিলেন।