নাসিম রুমি: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী সোবিতা ধুলিপালা। গত বছরের ডিসেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেন দুজনে। সম্প্রতি তাদের ভালোবাসার গল্প, সম্পর্ক এবং বৈবাহিক জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন, শেয়ার করেছেন ভক্ত-সমর্থকদের সঙ্গে।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতি জানান, ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও তারা একত্রে সময় কাটানোর জন্য ‘ছোট ছোট মুহূর্তগুলো খুঁজে নেওয়ার’ চেষ্টা করছেন।
সোবিতা বলেন, ‘নাগা খুবই স্পষ্টবাদী, স্থির মনের মানুষ এবং সবসময় আশাবাদী। আমিও তখন এমন একটা জায়গায় ছিলাম, যেখানে আমি ভালোবাসা পেতে ও দিতে প্রস্তুত ছিলাম’।
নাগা চৈতন্য বলেন, ‘আমরা একে অপরের কাজের প্রতিশ্রুতিগুলো মাথায় রেখে আগামী ৪-৫ মাসের পরিকল্পনা করেছি। তবে আমরা চেষ্টা করছি, একসঙ্গে ছুটি কাটানোর বা উপভোগ করার কিছু সময় বের করার’।
নাগা হাসতে হাসতে জানান, ‘তার (সোবিতা) তেলুগু ভাষায়! মুম্বাইয়ে সে পুরোপুরি শহুরে, আধুনিক এবং স্টাইলিশ। তবে বিশাখাপত্তনমে গেলে সে খুবই সংস্কৃতিমনা ও শিকড়ের সঙ্গে সংযুক্ত। এটা আমার খুবই ভালো লাগে’।
সোবিতা কি কখনো ভাবতে পেরেছিলেন যে, তিনি ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন? অভিনেত্রী বলেন, ‘একদমই না! আমি কখনো ভাবিনি। কিন্তু সময়টা একদম নিখুঁত ছিল’।
তিনি আরও যোগ করেন, ‘আমি যখন নাগাকে চিনতাম না, তখনো ভাবিনি যে, সে-ই হবে আমার জীবনসঙ্গী। কিন্তু সে এমন একজন মানুষ, যে কিনা দুই ঘণ্টা ধরে বাইক পরিষ্কার করতেও দারুণ আনন্দ পায়। সে যা ভালোবাসে, তাতে পুরোপুরি নিবেদিত থাকে’।
কয়েক বছর ডুবে ডুবে জল খাবার পর ২০২৪ সালের ডিসেম্বরে হায়দরাবাদে বিয়ের পিঁড়িতে বসেন ৩৮ বছর বয়সি নাগা ও ৩২ বছর বয়সি সোবিতা।এই দম্পতি এখন ব্যস্ত তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের সুন্দর ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টায়।
উল্লেখ্য, নাগা এর আগে ২০১৭ সালে আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেন। তবে ২০২১ সালে এই তারকা দম্পতির স্বেচ্ছায় বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।