English

24 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

প্রেম দিবস বিশেষ ভাবে উদ্‌যাপন সালমানের

- Advertisements -

নাসিম রুমি: একাধিক সম্পর্কে জড়িয়েছেন সালমন খান। বলিউডের প্রথম সারির কয়েক জন নায়িকার সঙ্গে জুড়ে রয়েছে তাঁর নাম। সব সময়েই ব্যক্তিগত সম্পর্কের জন্য উঠে এসেছেন খবরের শিরোনামে। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি। তবে ৫৯ বছর বয়সেও ভাইজানকে নিয়ে আশাবাদী অনুরাগীরা। তাঁদের আশা, ঠিক মনের মানুষকে এক দিন বিয়ে করবেন সালমান। বিয়ে না করলেও, বরাবর প্রেমে থেকেছেন তিনি। তাই প্রেম দিবসেও অনুরাগীদের কৌতূহল ছিল, কী ভাবে এই বিশেষ দিনের উদ্‌যাপন করছেন তিনি? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন বলি তারকা।

সমাজমাধ্যমে নিজেই একটি ছবি ভাগ করে নিয়ে সালমান জানান দিয়েছেন, প্রেম দিবসে কী করেছেন তিনি। শোনা যায়, গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমন। ভাইজানের পরিবারের সমস্ত অনুষ্ঠানেও তাঁর দেখা পাওয়া যায়। কিন্তু প্রেম দিবসে ভাগ করে নেওয়া ছবিতে নেই তিনি। রয়েছে শুধুই সলমনের পরিবার।

গোটা পরিবারের ছবি ভাগ করে নিয়েছেন সলমন। ছবিতে রয়েছেন সলামনের বাবা সেলিম খান ও মা সালমা খান। এ ছা়ড়াও রয়েছেন আরবাজ় খান, সুরা খান, সোহেল খান, আরহান খান-সহ আরও অনেকেই। পরিবারের সঙ্গে প্রেমের দিন কাটল। তাই সালমান লিখেছেন, ‘ফ্যামিলিটাইনস ডে’। ভ্যালেন্টাইন’স ডে-কেই ঘুরিয়ে ভাইজান এমন লিখেছেন।

বর্তমানে সালমান ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত। ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন অভিনেতা। ছবির ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অনুরাগীদের মুগ্ধও করেছে ছবির ঝলক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন