নাসিম রুমি: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধাজনক স্থানে নেই টিম টাইগার্স। ভারতের মতো শক্তিশালী টিমের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান করেছে মাত্র ২২৯!
এত বড় টুর্নামেন্টে এতো কম সংগ্রহে ধোপে টেকার সম্ভাবনা দেখছেন না অনেকেই! ক্রিকেট প্রেমী দর্শকও হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন! সেই দলে নাম লেখালেন অভিনেত্রী শবনম ফারিয়া।
ক্রিকেটারদের পারফর্মে অনেকটা ব্যথিত হয়েছেন ফারিয়া। এ কারণে ফারিয়া ভেরিফায়েড পেজে অনেকটা ব্যঙ্গ করে একটি পোস্ট দিয়েছেন!
শবনম ফারিয়া লিখেছেন,“প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি।”
শেষে জনপ্রিয় এই অভিনেত্রী আবার লিখেছেন, “এইটা কোন ফানি স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস।”
শবনম ফারিয়া ওই পোস্টের লিখেছেন অনেকে মজা করে লিখেছেন, হাহাহা এটাই বাস্তব। তারেক আজিজ নামে একজন লিখেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম! ওই মন্তব্যের রিপ্লাইতে ফারিয়া লিখেছেন, সর্বনিন্ম তিনটা প্রেম।