English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

প্রেমের প্রতিশ্রুতির গুরুত্ব নিয়ে যা বললেন শ্রাবন্তী পাওলি পরমব্রত

- Advertisements -

কত প্রেম আসে-যায়, কত গান বাকি থেকে যায়। দেওয়া কথা মনে রাখে কে? তবু হাতে থাকে উদযাপন।

কত মানুষের সঙ্গে হঠাৎ দেখা হয়— আরে কত দিন কথা হয় না। এবার একদিন ঠিক যাব…। এক সময় এসব কথায় বিশ্বাস হতো। কিন্তু শেষ পর্যন্ত সেই দেখা, সেই যাওয়া— আর হয়ে ওঠে না। প্রতিশ্রুতি কি আসলে ভঙ্গ করার জন্যই দেওয়া?

প্রেমের সম্পর্কে একটা সময় পর্যন্ত প্রতিশ্রুতিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। একটা সম্পর্ক যেন দাঁড়িয়ে থাকত জোরালো আঠার আশ্বাসে-বিশ্বাসে। কিন্তু আজ সেই দিন বদলেছে। মানুষ কি বুঝতে শিখেছে আসলে কিছুই নিত্য নয়, ধ্রুব সত্য নয় সম্পর্কও? তাই তো নতুন প্রজন্ম এখন ভরসা রাখে ‘সিচুয়েশনশিপ’-এ, যেখানে প্রেমের গন্ধ মাখানো থাকে বন্ধুত্বে। যেখানে ভালোবাসাবাসি থাকলেও নেই কোনো কড়াকড়ি।

কিন্তু কোনটা ভালো বা আদর্শ— কথা দিয়ে কথা রাখা, না কি কথা রাখতে পারব না জেনে কথা না দেওয়া? প্রেমের প্রতিশ্রুতি রক্ষা নিয়ে যে কথা বললেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম রায়।

এ বিষয়ে নিজের মনের কাছে ভীষণভাবে পরিষ্কার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রেমের সপ্তাহে তার উপলব্ধি— এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দিতে পারব না, যেটি আমি রক্ষা করতে পারব না। তাই আমি চাইব না— আমার কাছেও কেউ এমন প্রতিশ্রুতি দাবি করুক।

কথা রাখতে না পারলে যে নিজের মধ্যেই একটা ভীষণ কষ্ট হয়, সে কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। আবার কাউকে দিয়ে জোর করে প্রতিশ্রুতি রক্ষা করানোর পক্ষপাতীও তিনি নন। এমনকি নিজের ছেলের কাছেও তার সে দাবি নেই।

অন্যদিকে প্রতিশ্রুতি আসলে ভঙ্গ করার জন্যই যে দেওয়া হয় মনে করেন অভিনেত্রী পাওলি দামও। তিনি বলেন, সবাই যে ইচ্ছা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তা নয়। পরিস্থিতির চাপ থাকে। কিন্তু সেগুলো বোঝা যায়। আমি তাই কথা বলিই কম। আমি কাজ করে দেখাতে চাই।

বলিউডের ভাইজান সালমান খান তার বিখ্যাত সংলাপে বলেন— একবার কথা দিলে আমি নিজের কথাও আর শুনি না। সেভাবেই পাওলিও দাবি করে বলেন, তিনি দেওয়া কথা আজীবন রক্ষা করার চেষ্টা করেন। আবার পরিস্থিতির শিকার হয়ে কেউ কথা রাখতে না পারলেও তেমন দুঃখ পান না অভিনেত্রী। তাই পরিজনদের সঙ্গে তার ব্যক্তিগত বোঝাপড়াটা ভালোই।

আবার প্রতিশ্রুতি দিবস নিয়ে খুব একটা ভাবতে রাজি নন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, এসব প্রতিশ্রুতির বিষয়-আশয় তার ‘জমে না’। অভিনেতা বলেন, ভ্যালেন্টাইনস ডে ঠিক আছে, মিষ্টি একটা ব্যাপার। কিন্তু তার আগে-পিছে এতগুলো দিন আমি মনে রাখতে পারি না। খুব একটা প্রয়োজন রয়েছে বলেও মনে করি না। তবে প্রতিশ্রুতি তো কাউকে না কাউকে দিয়েছেন বটেই। পরমের দাবি, তা কোনো দিনক্ষণ মেনে নয়।

এদিকে সংগীতশিল্পী অনুপম রায় মনে করেন, সম্পর্কে প্রতিশ্রুতি না থাকলে সেই সম্পর্কটা গড়েই ওঠে না। কিন্তু সেগুলো খুবই ব্যক্তিগত। তাই রাখা বা না রাখা নিয়ে খুব বেশি ভাবতে বা বাইরের কাউকে জানাতে নারাজ তিনি। বরং অনুপমের কাছে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে দেওয়া কথা। এ গায়ক বলেন, অন্যকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলেও খানিক মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু নিজেকে দেওয়া কথা না রাখতে পারলে পার পাওয়া যায় না।

এ রকম কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন অনুপম?—এমন প্রশ্নের উত্তরে সংগীতশিল্পী বলেন, হরহামেশাই করেন। এই যেমন মাঝে মধ্যেই নিজেকে প্রতিশ্রুতি দিই— আগামী ছয় মাসে মিষ্টি ছুঁয়ে দেখব না। কিন্তু রাখতে পারি না। বিশেষত এই শীতের নলেনগুড়, সে কি ছেড়ে থাকা যায়? তাই রোজ সকালে নিজেকে বোঝাই, কিন্তু কাজ হয় না। দুপুর গড়াতে না গড়াতেই দেখি আড়াইখানা মিষ্টি খেয়ে ফেলেছি। অনুপম বলেন, এ আমার বড় দুর্বলতা। লোভের ফাঁদ এড়াতে পারি না। তবে অন্যের দেওয়া কথায় আজকাল আর খুব একটা বিশ্বাস করেন না। তিনি নাকি বুঝে গেছেন, আসলে মানুষের ধর্মই হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা।

সংগীতশিল্পী বলেন, ছোটবেলায় খুব কষ্ট পেতাম। বয়সের সঙ্গে সঙ্গে এগুলো সয়ে গেছে। মানুষ ভাবে এক আর হয় আরেক— এটা জীবনের অঙ্গ। যে যাই বলুক— খুব একটা আশ্বাস পান না তিনি। তাই কি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে চলেন? এ কথা শুনেই গায়ক থামিয়ে দেন। তিনি বলেন, এত কিছু তো বলতে পারব না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন