English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস ভোজপুরি গায়িকা শিল্পীরাজের

- Advertisements -

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতের ভোজপুরি গায়িকা শিল্পী রাজের। এ ঘটনায় ভোজপুরী ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গেছে। পাশাপাশি ইন্টারনেটেও আলোচিত হচ্ছেন এই গায়িকা।

জানা গেছে, ভিডিওতে শিল্পীর সঙ্গী হিসেবে যাকে দেখা যাচ্ছে তার নাম বিজয় চৌহান।

কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে আছেন তারা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি ও ভিডিও আপলোড করতে দেখা গেছে গায়িকাকে।

এদিকে ভিডিও ভাইরালকাণ্ডে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন শিল্পী রাজ। তিনি ভিডিওটি শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি শেয়ার করা ভিডিওটি ডিলিট করতে বলেছেন। তবে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই গায়িকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অন্তর্জালে এখনও তার চিত্র ভেসে বেড়াচ্ছে।

উত্তরপ্রদেশের দেওরিয়ায় জন্ম গায়িকা শিল্পী রাজের। বর্তমানে পাটনায় থাকেন তিনি। ২০১৭ সালে শিল্পীর গাওয়া ‘ভুকুর ভুকুর’ গানটি প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভোজপুরি ইন্ডাস্ট্রির খেসারি লাল যাদব, পবন সিং-এর মতো সুপারস্টারদের সঙ্গে বহু হিট গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজ। সেই তালিকায় রয়েছে- ‘জাদা লাগাত’, ‘বস কর পাগলি’, ‘দো ঘুঁনট’, ‘বাবুয়া কে খুশ কর দা’-এর মতো গান। এছাড়াও ‘সহেলিয়া নু রে’, ‘আপনি তো জ্যায়সে ত্যায়সে’, ‘লাইকা পাহিলকা হা’, ‘নীলি নীলি আখিয়া’-র মতো হিট গান উপহার দিয়েছেন এই গায়িকা।

কয়েকমাস আগে ভোজপুরি অভিনেত্রী ত্রিশা কর মধুরের সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় তার এমএমএস ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডি‌ওটিতে মধুরের সঙ্গে আদৌ তার প্রেমিক ছিলেন কিনা সেই বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন