English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

প্রীতমকে না, নির্মাতাকে ‘থ্যাংকস’ বললেন তিশা

- Advertisements -

অভিনেত্রী তানজিন তিশা বললেন, ‘প্রীতম ভাইয়াকে আমি কখনও শুটিং সেটে রাগতে দেখিনি। সব শিল্পীদের নিয়ে একটু একটু করে কাজটি শেষ করেছেন তিনি। আর সব কৃতিত্ব প্রীতম ভাইয়ার।’ কথা শেষ হতেই ‘থ্যাং ইউ’ বলে উঠলেন প্রীতম হাসান। কিন্তু তানজিন তিশা কথাগুলো বলছিলেন নির্মাতা জাহিদ প্রীতমকে উদ্দেশ্য করে। এ নিয়ে হয়ে যায় একচোট হাসাহাসি। গতকাল শনিবার সন্ধ্যায় চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’র সংবাদ সম্মেলনে এভাবেই আনন্দে মেতেছিলেন শিল্পীরা। আর ভালোবাসার মাসেই, আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে চরকিতে।

গতকাল সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঘুমপরী’র অভিনয়শিল্পী প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন, নির্মাতা জাহিদ প্রীতম, চরকির সিইও রেদওয়ান রনি, কলাকুশলীসহ অনেকে।

সংবাদ সম্মেলনে দেখানো হয়, ওয়েব ফিল্মটির ট্রেলার। যা কৌতূহল বাড়িয়েছে উপস্থিত অতিথিদের মনে। এ সময় নির্মাতা জাহিদ প্রীতম জানান, সত্য ঘটনা থেকেই গল্পটি লেখার অনুপ্রেরণা পান তিনি। তার কথায়, ‘গল্প তো আমরা আমাদের আশপাশ থেকেই নেই। “ঘুমপরী”তেও সেরকম একটা বিষয় রয়েছে। ভালোবাসাকে কেন্দ্র করে আমি আরও কিছু অনুভূতি-মুহূর্তের কথা এখানে বলতে চেয়েছি। ট্রেলারে এর কিছু আভাস রয়েছে। রয়েছে প্রেম, মায়া, আশা, অপেক্ষা শব্দের ব্যবহার এবং সেরকম দৃশ্যও। আশা করি, ওয়েব ফিল্মটি দেখে দর্শকরা তাদের ভালোবাসার অনুভূতির গভীরে যেতে চাইবেন।’

‘ঘুমপরী’তে মেঘ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। কথার এক পর্যায়ে প্রীতম হাসান প্রমিজ করে বলেন, ‘ফিল্মটা পরিবারের সবাইকে নিয়ে দেখেন। চমৎকার একটা সময় কাটবে। এই গল্পে আমি বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে। টিউশন পড়াই। অনেকটা এ ধরনের চরিত্র আমি আগেও করেছি। কিন্তু গল্পটা এত সুন্দর যে আমি কাজটাকে না করতে পারিনি।’

গল্পে জ্যোতি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তার কথায়, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করত যে, চরকির সঙ্গে কেন কাজ হচ্ছে না। আমি বলতাম, ভালো একটা গল্প, একটা চরিত্রের অপেক্ষা করছি। আমার মনে হয় “ঘুমপরী”তে আমি সেটা পেয়েছি। দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন আশা করি।’

তিশার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং, সে কথা জানিয়েছেন প্রীতম হাসানও। তিনি বলেন, ’আমার মনে হয় তিশার করা অন্যতম সেরা কাজ হয়ে থাকবে জ্যোতি চরিত্রটি।’

নবীন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন ’ঘুমপরী’তে অভিনয় করেছেন উষা চরিত্রে। ট্রেইলারে তাকে দেখা গেছে চিকিৎসক হিসেবে। প্রথম ওয়েব সিরিজে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি জানান, যাদের গান শুনে বা অভিনয় দেখে ভালো লাগত, তাদের সঙ্গে কাজ করতে পারাটা অনেক আনন্দের।

পারশার কথায়, ‘গান নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে অভিনয়টাও করা যায়। অনেকে আমার কাজ দেখে ভালো বলেন, তখন মনে হয় আরও অভিনয় করা যেতে পারে।’

সংবাদ সম্মেলন শেষ হয় ’ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের মধ্যদিয়ে। অন্তু দাসের গাওয়া গানটি গেয়ে শোনান প্রীতম হাসান ও পারশা মাহজাবীন।

এদিকে, রোম্যান্স, মিস্ট্রি, ড্রামা ঘরানার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন দীপা খন্দকার, মিলি বাশার, নওরিন, পারভেজ সুমন, আনোয়ার বাপ্পী, মোহাম্মদ শামীমসহ অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন