শুটিংস্পটে দুর্ঘটনার শিকার টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকারের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেত্রী আপাতত স্থিতিশীল। আগামী দুদিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তার পরে সম্ভবত ছেড়ে দেওয়া হবে প্রিয়াংকাকে। খবর আনন্দবাজার পত্রিকার।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং করার সময়ে দুর্ঘটনার শিকার হন প্রিয়াংকা এবং সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তী।
সংলাপ ঝালিয়ে নেওয়ার সময়ে আচমকা কর্ডন ভেঙে দুই শিল্পীকে ধাক্কা মারে একটি বাইক। দুজনেই ছিটকে পড়েন রাস্তায়।
যদিও অর্জুনের হালকা চোট লাগে, কিন্তু প্রিয়াংকা গুরুতর আঘাত পান পায়ে। দুই অভিনয় শিল্পীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক শুশ্রূষার পর তাদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।
সেখানে শনিবার বিকালে প্রিয়াংকার পায়ে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ (ওরিফ) অস্ত্রোপচার হয়েছে। প্লেট বসানো হয়েছে প্রিয়াংকার পায়ে। এই প্লেটই তার ভাঙা হাড়টি জুড়তে সাহায্য করবে।