বলিউড অভিনেতা নীতিশ ভরদ্বাজ এবার প্রাক্তন স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন। ‘মহাভারত’খ্যাত এই তারকা ভোপালের পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, নীতিশ ভরদ্বাজের প্রাক্তন স্ত্রী স্মিতা ভরদ্বাজ মধ্যপ্রদেশের আইএএস অফিসার। দীর্ঘদিন ধরে নীতিশ ভরদ্বাজকে মানসিকভাবে নির্যাতন করছেন তিনি। শুধু তাই নয়, সন্তানদের সঙ্গেও দেখা করতে দেন না নীতিশকে।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ভোপালের পুলিশ কমিশনারকে চিঠি লেখে সাহায্য প্রার্থনা করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। অতিরিক্ত ডিসিপি শালিনী দীক্ষিতকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে স্মিতা ভরদ্বাজকে বিয়ে করেন নীতিশ ভরদ্বাজ। এ দম্পতির জমজ দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের সংসার। ২০২২ সালে সংসার ভাঙার ঘোষণা দেন নীতিশ। বর্তমানে দুই কন্যা মা স্মিতার সঙ্গে ইন্দোরে থাকেন।