English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

প্রয়োজনা সংস্হা খুলেছি: আলেয়া ভাট

- Advertisements -

নাসিম রুমি: সৌদি আরবের জেদ্দা শহরে আয়োজিত তৃতীয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই আয়োজনে তিনি তাঁর অভিনয়জীবনের নানা কথা ফাঁস করেছেন। পাশাপাশি ভারতীয় সিনেমা ঘিরে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

জেদ্দায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলিয়া নিজের দেশ সম্পর্কে অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, ‘আমাকে বৈশ্বিক তারকা হওয়ার জন্য ভারতের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এখন ভারতের প্রতি দুনিয়ার দৃষ্টিকোণ বদলাচ্ছে। আজ সারা দুনিয়ার ভারতকে প্রয়োজন।’

ভারতীয় সিনেমার বদল নিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রতিটা সময় আমাদের সিনেমাকে নিয়ে গর্ব করার মতো কিছু না কিছু ঘটেছে। আজ আমাদের সিনেমাকে এক নতুন পরিচয় দেওয়া জরুরি।
এখন আমাদের বলিউডের পরিবর্তে ভারতীয় সিনেমা বলা প্রয়োজন। এর মধ্যে ২৭টা ভাষার সিনেমা আছে।’ অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা আর পোশাকের ব্র্যান্ড নিয়ে আলিয়া বলেন, ‘আমি জানি না আমার অভিনয়ের ক্যারিয়ার কত দিন চলবে আর মানুষ আমাকে কত দিন অভিনেত্রী হিসেবে গ্রহণ করবেন। তাই ভাবলাম যে স্থিরতা আছে, এমন কিছু করা উচিত।’

নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমার বাবা মহেশ ভাট বলতেন, অন্যের গাড়িতে কত দিন পর্যন্ত পেট্রল ঢালব। আর তাই তিনি নিজের গাড়ি কিনে পেট্রল ভরার কথা বলতেন। তাই আমি নিজের প্রযোজনা সংস্থা খুলেছি। গত বছর ওটিটিতে আমার প্রযোজনা সংস্থার প্রথম ছবি “ডার্লিংস” এসেছিল। পরের বছর ধর্মা প্রোডাকশনের সঙ্গে আনব “জিগরা”।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন