অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শকুন্তলম’ মুক্তি পেয়েছে। সিনেমাটি ভারতের বক্স অফিসে ধীর গতিতে শুরু করেছে। বক্স অফিসের তথ্যমতে, প্রথম দিনে ৫ কোটি রুপির মতো আয় করতে পেরেছে ‘শকুন্তলম’।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটির প্রিমিয়ার একটি বড় সাফল্য হিসেবে চমকে দিয়েছে নির্মাতাদের। মাত্র একদিনে চলচ্চিত্রটি এক কোটি ২২ লাখ ডলারের মতো আয় করে। এটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। বাণিজ্য বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ভারতীয় চলচ্চিত্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তা আরেকবার প্রমাণ হলো ‘শকুন্তলম’ দিয়ে। মার্কিন বাজারে শক্তিশালী প্রদর্শন অন্যান্য আন্তর্জাতিক বাজারে চলচ্চিত্রটির সম্ভাব্য সাফল্যেরও একটি সূচক বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। এর প্রভাব ভারতের বাজারেও পড়বে বলে মনে করছেন অনেকে। সপ্তাহান্তে সিনেমাটির আয় আরো বাড়বে বলেও প্রত্যাশা করছেন নির্মাতারা।
এদিকে মুক্তির পর চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক পর্যালোচনা পাচ্ছে ‘শকুন্তলম’। সিনেমায় সামান্থা রুথ প্রভুর অভিনয়ের প্রশংসা করেছেন সকলে। মণি শর্মা রচিত চলচ্চিত্রটির সঙ্গীতও প্রশংসাও পেয়েছে সমালোচকদের। সিনেমাটিতে ‘শকুন্তলা’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। পুরু রাজবংশের রাজা দুষ্যন্ত চরিত্রে অভিনয় করেছেন দেব মোহন। এছাড়াও, মোহন বাবু, যীশু সেনগুপ্ত, মধু, গৌতমী, অদিতি বালান এবং অনন্যা নাগাল্লার মতো তারকা অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন এতে।