অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বচ্চন পান্ডে’ মুক্তি পেয়েছে। এতে নায়িকা বলিউড সুন্দরী কৃতি স্যানন। সিনেমাটি ১৮ মার্চ মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া ফেলেছ। আয়ও করছে ভালো।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সিনেমাটি মর্নিং শোতে তেমন ব্যবসা করেনি। তবে দুপুরের শো থেকেই ব্যবসা বেড়েছে।
সবমিলিয়ে প্রথম দিনেই প্রায় ১২ কোটি রুপি আয় করেছে ‘বচ্চন পান্ডে’।
অক্ষয় ভক্তদের যেনো ঢল নেমেছিলো হলগুলোতে। এদিকে হোলির ছুটির সঙ্গে প্রিয় তারকার সিনেমা মিলেমিশে ছবিটির জন্য পোয়া বারো হয়েছে।
ফরহাদ সামজির পরিচালনায় ‘বচ্চন পান্ডে’ ছবির আয় চলতি সপ্তাহেই ৬০ কোটি পেরিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ‘দ্য কাশ্মীর ফাইল’ ছবিটি মুক্তি পেয়ে ‘বচ্চন পান্ডে’র আয়ে ভাগ বসিয়েছে। অনেকেই মনে করছেন, এই ছবিটা হলে না থাকলে ‘বচ্চন পান্ডে’ প্রথম সপ্তাহেই ১০০ কোটি আয় দেখতে পারতো।