ইনস্টাগ্রামে প্রথম পারিবারিক ছবি পোস্ট করেছেন সদ্য মা হওয়া বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কন্যাসন্তান জন্মের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেন কন্যার। ক্যাপশনে লিখেছেন, ‘মিষ্টি বেবি এঞ্জেল তৈরির রেসিপি’ শেয়ার করছি। সেই সঙ্গে একটি ইমোজি দিয়ে শিশু কন্যার মুখটি ঢেকে দিয়েছেন অভিনেত্রী।
ছবিতে বিপাশা এবং তার স্বামী-অভিনেতা করণ সিং গ্রোভারকে দেখা যাচ্ছে। তাদের মেয়ে দেবীকে গোসল করাচ্ছেন দুজন। হাসিমুখে দেবীর দিকে তাকিয়ে ছিলেন দম্পতি। সূর্যাস্তের সময় বারান্দায় ক্লিক করা হয়েছে ছবিটি।
মিষ্টি মুহূর্তের ছবিটি পোস্ট করে ক্যাপশনে বিপাশা রেসিপি দিয়েছেন এমন দেবশিশু তৈরির। কন্যার জন্ম এবং তাঁর প্রতি ভালোবাসা ও মমতাকে ‘রেসিপি’ হিসেবে বর্ণনা করেছেন অভিনেত্রী যা ভক্ত অনুরাগীদের বেশ আপ্লুত করেছে।