নাসিম রুমি: প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও চিত্রনায়িকা পূজা চেরী। প্রাণ আপের এ বিজ্ঞাপনটির শুটিংয়ে তারা অংশ নিয়েছেন সম্প্রতি। এটি পরিচালনা করেছেন নাফিস।
মজার বিষয় হলো এ বিজ্ঞাপনের জিঙ্গেলটিও গেয়েছেন ইমরান। আর সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। সেট ফেলে বেশ বড় আয়োজনে এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। ইমরান বলেন, আমি গানের মানুষ হলেও অভিনয় কিংবা মডেলিংয়ের প্রস্তাব হরহামেশাই পাই। তবে গান নিয়েই আমার থাকা হয়। সর্বোচ্চ মিউজিক ভিডিওতে পারফর্ম করি নিজের গানের। তবে এ কাজটির প্রস্তাব ও পরিকল্পনা ভালো লেগেছে যার কারণে গানটি করা। এর আগে পূজা চেরি অভিনীত বেশকিছু ছবিতেই আমার গাওয়া হয়েছে। তবে বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করলাম একসঙ্গে। আশা করছি ভালো লাগবে সবার। পূজা চেরী বলেন, প্রাণ আপের এ বিজ্ঞাপনটির কাজ খুব সুন্দরভাবে হয়েছে। ইমরান আমার খুব পছন্দের একজন গায়ক। তার বেশ কিছু গানই ভালো লাগে আমার। আমার সিনেমাতেও তার কিছু জনপ্রিয় গান রয়েছে। ইমরানের সঙ্গে আমার বন্ডিংও ভালো। তাই বিজ্ঞাপনটি করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি। আমার বিশ্বাস এটি পছন্দ করবেন দর্শক।