English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

প্রথমবার নাটকে অভিনয় করলেন রোমানা নীড়

- Advertisements -

পরিচালক এ কিউ খোকনের ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা রোমানা নীড়ের। এরপর আব্দুল আওয়ালের ‘উতালা মন’ ছবিতে অভিনয় করেন। সবশেষ এ কিউ খোকন পরিচালিত ‘ভালোবাসি কত বুঝাবো কেমনে’ ছবিতে অভিনয় করেন নীড়।
তবে প্রথমবার নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। নাটকের নাম ‘প্রেমিক পুরুষ জগলু ভাই’। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন রোমানা নীড়। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান।
রোমানা নীড় বলেন, নাটকে প্রথমবার কাজ করলাম। প্রথমে একটু অসুবিধা হলেও অভিনেতা মিলন ভাই বেশ সহযোগিতা করেছেন। পরে ভালো লেগেছে কাজটি করে। খণ্ড এ নাটকের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি নাটকের প্রস্তাব পেয়েছি। সেগুলোও সামনে শুরু করবো। এ টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
 
মিরাকী প্রোডাকশনের ব্যানারের এ নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ। যেকোনো বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।
উল্লেখ্য, রোমানা নীড় খুব শিগগিরই ‘ভেলকিবাজি’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন। জনপ্রিয় নৃত্যপরিচালক মাসুম বাবুলের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করবেন শিপন মিত্র, সানজু জন, নাদিম, জয় চৌধুরী, রেসি, শিরিন শিলা, বিপাশা কবির ও আঁচল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন