English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

প্রথমবারের মত কানাডায সফরে ঝিলিক

- Advertisements -

নাসিম রুমি: বর্তমানে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার আসরের চ্যম্পিয়ন ঝিলিক। স্টেজ শো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে ব্যস্ততা চলছে তার। গতকাল রাতেই বাংলাভিশনে সরাসরি গান পরিবেশন করেন তিনি।

নিজের জনপ্রিয় গানগুলো এখানে গেয়েছেন তিনি। এদিকে নিজের দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন দেশেও কনসার্টে অংশ নিয়েছেন ঝিলিক। তবে কখনো কানাডায় শো করা হয়নি তার। এবার প্রথমবারের মতো এ দেশটিতে শো করতে যাচ্ছেন এ গায়িকা।

কানাডার টরন্টোতে একটি বড় আয়োজনের কনসার্টে গান গাইবেন তিনি। ৩রা জুলাই আশিকিন এন্টারটেইনমেন্ট এবং নাসির ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এর আয়োজনে টরোনেআ প্যাভিলিয়নে আয়োজিত হচ্ছে এ কনসার্ট। ‘মিউজিক ফ্যাস্টিভ্যাল ২.০’ শিরোনামের এ আয়োজনটির টিকিট এরইমধ্যে বিক্রি শুরু হয়েছে।

এ বিষয়ে ঝিলিক বলেন, নানা দেশেই আমার গান করা হয়েছে। তবে গান গাইতে কখনো কানাডা সফরে যাওয়া হয়নি। এবারই প্রথমবারের মতো দেশটির টরন্টোতে গান গাইতে যাচ্ছি। খুব ভালো লাগছে। আমি এক্সাইটেড।

এরইমধ্যে সেখানে গাওয়ার সব প্রস্তুতিও শুরু করেছি। আশা করছি ভালো একটি আয়োজন হবে। এদিকে ঝিলিক বর্তমানে নতুন গান নিয়েও ব্যস্ত রয়েছেন। বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

সেগুলো প্রকাশ করবেন নির্দিষ্ট সময় পর পর। ঝিলিক বলেন, কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে। এ গানগুলো সামনেই শুনতে পাবেন শ্রোতারা। এর বাইরেও আরও নতুন গান নিয়েও কথা চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন