English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

প্রথমবারের মতো কান উৎসবে সৌদি সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা ‘নোরা’। এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি। সিনেমাটিতে উঠে এসেছে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র। সিনেমাটিতে নব্বইয়ের দশকের রক্ষণশীল এক সমাজের গল্প সিনেমায় উঠে এসেছে, যখন শিল্প ও চিত্রকর্ম নিষেধ ছিল।

সৌদি আরবের সেই সময়কার একটি মেয়ের সংগ্রাম এই সিনেমায় তুলে ধরা হয়েছে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এই তথ্য প্রকাশ করেন কান উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো। তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে উৎসবে মনোনয়নের তালিকা প্রকাশ করেন।

তিনি জানান, এই বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।

এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প। মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন