English

32 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন মনির খান ও রবি চৌধুর

- Advertisements -

নাসিম রুমি: আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম- রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তারা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।

‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায় / কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।

ক্যারিয়ারের শুরু থেকে রবি চৌধুরী ও মনির খানের ভালো বন্ধুত্ব। মনির খানের ভাষ্যমতে, যে সময় অনেকে তাকে এড়িয়ে চলছিলেন, তখন তাকে আপন করে নিয়েছিলেন রবি চৌধুরী। তাই প্রথমবার রবি চৌধুরীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত তিনি।

গান রেকর্ডিংয়ের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন রবি চৌধুরী। সেখানে রবি চৌধুরীকে নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে মনির খান বলেন, ‘আমি রবি চৌধুরীর গানের ভীষণ ভক্ত। শুধু গায়কি নয়, তার কথা, আচরণেও আমি মুগ্ধ। দীর্ঘদিন পরে হলেও একসঙ্গে একটি গান করতে পারলাম। আমার প্রথম অ্যালবাম যখন বের হলো, সে সময় অনেকের কাছে যাওয়া হয়েছে।

অ্যালবামটি দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। অনেকে ব্যস্ততার কারণে আমাকে সেভাবে গ্রহণ করতে পারেননি। কেউ হয়তো অসময়ে যাওয়ায় বিরক্ত হয়েছেন। কিন্তু রবি চৌধুরী ভাইয়ের বাসায় যাওয়ার পর আমাকে তিনি আপন করে নিয়েছেন। গানগুলো শুনে আমার জন্য অনেক দোয়া করেছেন। তার সঙ্গে গাইতে পেরে আমার ভেতর টগবগে আনন্দ লাগছে। তার সঙ্গে গাওয়া মুহূর্তটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’

রবি চৌধুরী বলেন, ‘মনির খানের ক্যারিয়ারের শুরু থেকেই তাকে আমার ভাই বলে জেনেছি। তার গানের ভক্ত আমি। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে বিটিভি থেকে আমাদের ডাকা হয়েছে। সেখানে আমাদের একক গান তো থাকবেই। পাশাপাশি দুজন মিলে একটা দ্বৈত গান করেছি আমার কথা ও সুরে। আশা করি, সবার ভালো লাগবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন