‘বিগ বস ১৬’-এর সেটে এক মাস কাটিয়ে বিদায় নিলেন প্রতিযোগী গোরি নাগরী। ‘রাজস্থানের শাকিরা’ নামে খ্যাত সেই নৃত্যশিল্পী সালমান খানের রিয়ালিটি শো ছেড়ে বেরিয়েই সরব হলেন। জানালেন, খুব খারাপ একটা সময় কেটেছে। বেরিয়ে আসতে চেয়েছেন আগেই।
পরিবার ছেড়ে এখানকার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় নিজেকে প্রতারিত মনে হয়েছে।
গোরি বলেছেন, ‘একা লাগত খুব। পরিবার ছেড়ে এই পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। বন্ধুদের সঙ্গে দেখা হতে শুরুতে খুশি হয়েছিলাম। কিন্তু তারা আমার সঙ্গে প্রতারণা করল। খুবই হতাশ হয়ে পড়েছিলাম। ’
এরপর সাজিদ খানের কথাও তোলেন গোরি। যাঁকে নিয়ে বাইরে এত আলোচনা, তাঁকে নিয়ে অভিযোগ রয়েছে গোরিরও। তবে যৌন হেনস্তার নয়। ভিন্ন এক অভিযোগ করলেন গোরি। নিয়মিত তাঁকে দিয়ে নিজের জামাকাপড় কাচিয়ে নিয়েছেন সাজিদ, এমনটাই অভিযোগ করলেন তিনি।
গোরি বলেন, ‘ভালোবেসে আমি একবার সাজিদের জামা কেচে দিয়েছিলাম। কিন্তু তার পর থেকে রোজ আমায় জামা কেচে দিতে বলেছেন সাজিদ। ওর তো বিগ বসে আসার আগে জেনে আসা উচিত ছিল, কিভাবে নিজের জামাকাপড় পরিষ্কার করতে হয়!’