নাসিম রুমি: বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। গল্পনির্ভর চরিত্রে কাজ করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন। বেড়েছে তার পারিশ্রমিকও। তবে অভিনেত্রীদের সম্মানী নিয়ে অভিযোগও রয়েছে তার। সম্প্রতি এ নিয়ে তিনি কথা বলেছেন টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে।
তাপসীর বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ১ থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তাকে কাস্ট করতে হলে প্রযোজকের এ পরিমাণ অর্থ গুনতে হয়। কিন্তু শাহরুখ খানের ‘ডানকি’ ও ‘জড়ুয়া ২’ সিনেমায় পারিশ্রমিক নিয়ে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। এমনটি জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সবাই মনে করেছে যে এ দুটি সিনেমায় অভিনয়ের জন্য আমাকে মনে হয় অনেক অর্থ দেওয়া হয়েছে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমি আমার চাহিদার চেয়ে আরও কম পারিশ্রমিক পেয়েছিলাম।
এর কারণ তারা অভিনেত্রীদের থেকে অভিনেতাদের বেশি মূল্যায়ন করে থাকেন। তারা মনে করেন, সিনেমায় একজন তারকা অভিনেতা থাকলে অভিনেত্রীর আর কী দরকার। এর অভিনেতাদের পারিশ্রমিক ঠিক থাকলেও আমাদেরটা নিয়ে তাদের ঝামেলা থাকে। এ বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন কথা বলে যাচ্ছি। কারণ তারা মনে করে এরই মধ্যে একজন বড় নায়ক আছে, এর জন্য আমাদের কেন অন্য কাউকে দরকার? তাদের এ ধ্যানধারণাগুলোর সঙ্গে আমি প্রতিদিন লড়াই করে যাচ্ছি। জানি না কবে বদলাতে পারব।’
‘ডানকি’ সিনেমায় তাপসী প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। এটি পরিচালনা করেন রাজকুমার হিরানি। সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। এ ছাড়া ‘জড়ুয়া ২’ পায় ২০১৭ সালে। এতে তাপসী ছাড়া আরও অভিনয় করেন বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সিনেমাটি পরিচালনা করেন ডেভিড ধাওয়ান।