দেখতে দেখতে তাদের সেই নতুন সম্পর্কের বয়স ৫ মাস। এই কয়েক মাসে নিজের প্রেমের সম্পর্ক কেমন গেল, মধুমিতা তা জানালেন ভালোবাসা দিবসে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর নতুন সম্পর্কের বিষয়ে জানিয়েছেন, ‘জীবন অনেকটা বদলেছে এই ৫ মাসে। প্রতিদিন ঝগড়া লেগেই আছে।
আবার অহেতুক ছোটখাটো কারণে আমরা হেসেছি। তাই জীবনকে একঘেয়ে মনে হয়নি কখনও। আর চাই না এটা কখনও থেমে যাক।’
তিনি এদিন আরও জানান, ‘আমি কৃতজ্ঞ যে আমরা যে সব স্মৃতি তৈরি করেছি সেগুলোর জন্য। আরও নতুন স্মৃতি তৈরির অপেক্ষায়।’
মধুমিতা সরকার অনেক অল্প বয়সেই সহকর্মী সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। নায়িকার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের সেটে তাদের আলাপ হয়েছিল। সেই সম্পর্কই গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু সেই বিয়ে মোটেই সুখের হয়নি।
কয়েক বছরের মধ্যেই ইতি টানেন তারা তাদের বৈবাহিক সম্পর্কে। বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৯ সালে। এরপর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন অভিনেত্রী। চুটিয়ে উপভোগ করেছেন একাকি জীবন। ঘুরে বেরিয়েছেন, মন দিয়ে কাজ করেছেন।
মধুমিতার নতুন প্রেমিক কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ। তবে তিনি কোন পেশায় আছেন সেটা খোলসা করেননি অভিনেত্রী। তবে তারা যে ছোটবেলার বন্ধু এবং বহুদিন পর আবার যোগাযোগ হতেই সেটা যে প্রেমের আকার নেয়, তা জানা গেছে অভিনেত্রীর পক্ষ থেকেই।