English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

প্রতারণার মামলায় ইডির তলব, যা বললেন নুসরাত

- Advertisements -

নাসিম রুমি: আবাসন দুর্নীতির মামলায় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য (এমপি) নুসরাত জাহানকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাকেহ সঙ্গে তলব করা হয়েছে অভিযুক্ত সংস্থা সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিডের কর্তা রাকেশ সিংকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হিঙলগঞ্জ কলেজ পরিদর্শনে যান নুসরত জাহান। ইডির তলব নিয়ে সেখানে তার মন্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা।

অভিনেত্রী বলেন, ‘আমি সারা দিন খুব ব্যস্ত ছিলাম। আমার কাছে কোনো কাগজ আসেনি। আমি বাড়ি গিয়ে দেখব। যদি আমাকে ডাকা হয় আমি তদন্তে সব রকম সাহায্য করব।’

ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়ে সেই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে নুসরাত জাহানের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্ত করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

ওই অভিযোগ দায়েরের পর নুসরাত জাহান দাবি করেন, তিনি কোনো দুর্নীতিতে যুক্ত নন। যে সংস্থার থেকে টাকা ধার নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই টাকা তিনি ইতোমধ্যে পরিশোধ করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন