English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

প্রতারণার অভিযোগে মুখ খুললেন রিয়াজ

- Advertisements -

বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপানো নায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস কাজল) নামের এক পরিচালক। শনিবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতির কাছে অভিনেতার নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে ঢালিউডে।

Advertisements

এবার নিজের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে মুখ খুলেছেন রিয়াজ। তিনি বলেন, ‌‘আমার কাছে অভিযোগের বিষয়ে একটি তথ্য এসেছে। আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশীদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে কম্পানির সাথে কম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটা তো আমার বিষয় নয়। আমি এখানে কিভাবে এলাম এটা বুঝতে পারছি না। আমি শিল্পী। তিনি যদি আমাকে কাজের প্রস্তাব দেন সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই। আমার বিরুদ্ধে যেহেতু এ ধরনের অভিযোগ এসেছে, তাই আমার আইনজীবী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবেন।’

Advertisements

এর আগে দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল নায়ক রিয়াজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন। এ সময় তিনি জানিয়েছেন, শুক্রবার (৩১ মার্চ) ঢাকার অদূরে অবস্থিত ফিল্ম ভ্যালিতে তিনটি বিজ্ঞাপন নির্মাণের কাজ শুরু করেছেন রিয়াজ। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নায়ক নিজেই পরিচালনা করছেন।

এমন অবস্থায় পরিচালক সমিতিতে আরজি জানিয়ে ওই নির্মাতা বলেন, ‘আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, জাতীয় বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণকাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সাথে আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ দায়িত্ব ফিরিয়ে পাবার আকুল আবেদন জানাচ্ছি এবং এমন অমানবিক কর্মকাণ্ড করা ও আমার মানসম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন