নাসিম রুমি: গতকাল রাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মেজাজ হারালেন জন আব্রাহাম। এক সাংবাদিককে রীতিমতো হুমকিও দিলেন অভিনেতা।
‘বেদা’ সিনেমার প্রচারে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জনৈক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান অভিনেতা। সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, ‘ছবি না দেখে কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে ছবি দেখুন, তার পর যা বলবেন, মেনে নেব।’ এরই সঙ্গে জন বলেন, ‘কিন্তু তার পর যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে দেব।
তবে, সাংবাদিকের সঙ্গে জনের বাক্যুদ্ধ ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আসলে ওই সাংবাদিক জনের কাছে জানতে চান যে, অভিনেতা পর পর একই ধরনের ছবিতে কেন অভিনয় করছেন। গত বছর ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জন। ‘বেদা’ ছবির ট্রেলারেও অভিনেতার অ্যাকশন অবতার প্রকাশ্যে এসেছে। তাই তাকে এমন প্রশ্ন করা হয়।