English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

প্রকাশ্যে নাগা-শোভিতার বিয়ের আমন্ত্রণপত্র

- Advertisements -

নাসিম রুমি: আগামী ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এমন খবর আগেই মিলেছিল। এবার হবু দম্পতির বিয়ের কার্ড ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে তারা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই খবরেও সিলমোহর পড়ল।

সমাজমাধ্যমে শোভিতা এবং নাগার বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দুই পরিবারের পক্ষ থেকে অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘আমরা আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের অপেক্ষায় থাকব।’ যাদের কাছে কার্ড পাঠানো হয়েছে, সঙ্গে বেশ কিছু উপহারও রয়েছে। তার মধ্যে অন্যতম হল, ফুল এবং শাড়ি।

শোনা যাচ্ছে, হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসছে নাগা-শোভিতার বিয়ের আসর। তবে এই খবরে এখনও কোনো সিলমোহর পড়েনি। দিন কয়েক আগে প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে শোভিতার বাড়িতে। সেই নিয়ে ব্যস্ততা ধূ্লিপালা ও আক্কিনেনি পরিবারে।

গত ৮ আগস্ট হায়দরাবাদে যখন দুই তারকার বাগ্‌দান সম্পন্ন হয়, তার আগে কাকপক্ষীতেও টের পায়নি! এবার বিয়ে।

খবর, রাজস্থানের জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারা। তবে আক্কিনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিওতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে।

শোনা যাচ্ছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিও অবস্থিত বানজারা হিল্‌সে। ৬০টিরও বেশি ছবির শুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ে সারবেন নাগা-শোভিতা? এ সব নিয়ে জল্পনা জোরদার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন