নাসিম রুমি: আর যদি কোনও চরিত্রে অভিনয় করা না হয় কিংবা পৃথিবী থেকে বিদায় নিতে হয়, তাতে কোনও আফসোস বা আক্ষেপ থাকবে না অভিনেতা আরিফিন শুভর!
সন্পতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে সেন্সর সনদ হস্তান্তর অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বলেন এই নায়ক। প্রসঙ্গ বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। যে সিনেমায় আরিফিন শুভ অভিনয় করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।
মূলত সেই প্রসঙ্গ টেনেই শুভ এদিন সন্ধ্যায় দ্যর্থহীন কণ্ঠে বলেন, ‘বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর আর কোনও চরিত্রে অভিনয় নাও যদি করি কিংবা পৃথিবী থেকে চলে গেলেও আক্ষেপ থাকবে না আর।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘তিন ঘণ্টা সময়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে, সেখানেই চলচ্চিত্র পরিচালকের মুনশিয়ানা, অন্য পরিচালকের সাথে পার্থক্য গড়ে দিয়েছে। থ্যাংকস টু শ্যাম বেনেগালজি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ফলেই এ চলচ্চিত্র নির্মাণের শুরু থেকে মুক্তি পর্যন্ত সাথে থাকার সুযোগ হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অবর্ণনীয় ব্যস্ততার মধ্যেও এই চলচ্চিত্র নির্মাণে আন্তরিক সময়দানের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
প্রধানমন্ত্রীর সাথে আমার সিনেমাটি ইতিমধ্যে দেখার সৌভাগ্য হয়েছে। এক নিঃশ্বাসে দেখার মতো এমন সিনেমা নির্মাণের জন্য পরিচালক শ্যাম বেনেগাল, শিল্পী-কলা-কুশলী ও নেপথ্য কারিগরদের অকুণ্ঠ ধন্যবাদ।’