English

25 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫
- Advertisement -

‘পূর্ণিমা এখন শাবানার কাছাকাছি চলে গেছেন’

- Advertisements -

নাসিমরুমি: অবশেষে শুরু হয়েছে সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘আহারে জীবন’র শুটিং। এটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।

এ সিনেমার মাধ্যমে আবারও জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রতারকা ফেরদৌস ও পূর্ণিমা। এই সিনেমার মাধ্যমে বিয়ের পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, সিনেমাটির গল্প অসাধারণ। দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, এটি তেমনই। তা ছাড়া ছটকু আহমেদ একজন গুণী নির্মাতা। তার নির্মিত অনেক কালজয়ী সিনেমা রয়েছে। এমন একজন নির্মাতার সিনেমায় কাজ করছি, এটা ভালো লাগার বিষয়।’

এদিকে পূর্ণিমাকে নিয়ে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূর্ণিমাকে শাবানার সঙ্গে তুলনা করলেন পরিচালক ছটকু আহমেদ।

একটি সংবাদমাধ্যমকে এই নির্মাতা বলেন, ‘পূর্ণিমা এখন শাবানার কাছাকাছি চলে গেছেন। এটা ফ্যামিলি ছবি, পূর্ণিমার মতো আর্টিস্ট ছাড়া ফ্যামিলি ছবিকে আর অ্যাফেক্টিভ করা যাবে না। আর পূর্ণিমা হচ্ছে একটা আইডল, একটা মিষ্টি মেয়ে।

সব দিক দিয়েই একটা সুন্দর মেয়ে, তার ভেতরে পরিবারের মাতৃসুলভ একটা ব্যাপার আছে—সেই হাসিটা আছে। সে কারণেই আমরা পূর্ণিমাকে নিয়েছি। পূর্ণিমা অনেকটা শাবানার রিপ্লেস। ফ্যামিলি সিনেমায় তার জায়গাটা কেউ নিতে পারবে না।’

উল্লেখ্য, করোনাকালীন ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি নিয়ে রচিত এই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, জয় চৌধুরী, মৌমিতা মৌ, সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগর, ওমর সানী, সুব্রত প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন