শারদীয় দুর্গা পূজার আনন্দ শেষে বিনোদন নিয়ে আসছে ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ ছবিটি। দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে মাতিয়ে রাখবে বলে জানা যায় ছবিটির নির্মাতা সূত্রে। আগামী ১৩ নভেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসার দ্বন্দ্ব-সংঘাত নিয়ে অ্যাকশনধর্মী ছবি ‘রংবাজি দ্য লাফাঙ্গা’। ত্রিভুজ প্রেমের এই ছবির মাধ্যমে অভিষেক ঘটে নবাগত নায়ক ইউসুফ রনির। তার সাথে একই ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন নায়িকা অরিন। তবে বিন্দিয়া-রনি জুটির আত্মপ্রকাশও এই ছবির মাধ্যমে।
অনেকগুলো প্রথমের সম্মিলনে দর্শক বিনোদন দিতে প্রস্তুত ছবিটি। এ প্রসঙ্গে নির্মাতা কমল সরকার জানান, ‘অনেক যত্ম নিয়ে ও ভালোবাসা দিয়ে ছবিটি নির্মাণ করেছি। দর্শকের কথা চিন্তা করে বিনোদন দিয়েছি ভরপুর। আবার দর্শক খরার এই সময়ে মুক্তি দিচ্ছি অনেকটা চ্যালেঞ্জ নিয়ে। আশা করছি, দুর্গা পূজার পরপরই দর্শককে ব্যাপক আনন্দ দিবে ছবিটি। তাছাড়া করোনার মধ্যে বন্দিদশা থেকেও দর্শককে কিছুটা স্বস্তি দিবে। সবমিলিয়ে একটা বড় ধরনের আশায় আছি। সে আশার প্রতিফলন ঘটবে দর্শক সিনেমা হলমুখি হলেই।’
নায়িকা বিন্দিয়া বলেন, ‘রংবাজি দ্য লাফাঙ্গা একটি বড় বাজেটের ছবি। দর্শক খরা কাটাতে নির্মাতা এই ছবিটি মুক্তি দিয়ে অনেক সাহসের পরিচয় দিচ্ছেন। তবে আমাদের ভরসা এইটুকু যে, ছবিটি দর্শক বিনোদনের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। ছবিতে আমি আমার চরিত্রটি ফুটিয়ে তোলার যথেষ্ট চেষ্টা করেছি। তাছাড়া নবাগত ইউসুফ রনি এ ছবিতে আমার নায়ক। তার অভিনয় দেখে কোনো দর্শক বুঝতে পারবেন না যে, তিনি এই ছবিতে নতুন অভিনয় করেছেন। মোট কথা হচ্ছে পরিচালক কমল সরকার আমাদের কাছ থেকে অভিনয় আদায় করে নিয়েছেন।’ অন্যদিকে নায়ক ইউসুফ রনি বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রটি একজন অ্যাকশন হিরোর। অর্থাৎ সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক প্রতিবাদী যুবকের ভূমিকায়। আমি চেষ্টা করেছি, অভিনয়ের পাশাপাশি অ্যাকশন ও রোমান্টিকতা দিয়ে দর্শককে বিনোদন দেয়ার। কতটুকু পেরেছি তা দর্শক ছবিটি দেখে বিচার করবেন।’
প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন এবং পরিচালনা করেছেন কমল সরকার। এমএ কাইয়ুমের চিত্রগ্রহণে অভিনয় করেছেন বিন্দিয়া, ইউসুফ রনি, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ। অ্যাকশন দৃশ্যে আরমান, মিঠু, নৃত্যে সাইফ খান কালু, আজাদ, সম্পদনায় তৌহিদ হোসেন চৌধুরী, সঙ্গীতে নীলু, আহমেদ হুমায়ুন, রুমি সেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন