আলোচিত দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। এই সিনেমায় মাত্র তিন মিনিটের নেচে ঝড় তুলেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ গানের ছন্দে বুঁদ করেছিলেন কোটি কোটি দর্শকদের। সকলেই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা ২’-এর সামান্থাকে নতুন ভাবে দেখার জন্য। তবে এখন আর তা সম্ভব হবে না। পুষ্পা-র মতো
পুষ্পা-র মতো ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই তারকা অভিনেত্রী। সরাসরি নির্মাতাকে কাজটি না করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ এর শুটিং। সূত্রের খবর, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো আইটেম গানে নাচতে রাজি নন সামান্থা। তবে ‘ও আন্তাভা’ গানে নেচে দর্শকদের যে ভালবাসা পেয়েছেন, তাতে তিনি ভীষণ আপ্লুত।
এ সিনেমায় পুষ্পা রাজের ভূমিকায় অল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবলি চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকা মন্দানাকে। উল্লেখ্য, সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে দস্যু, এবারও সেই চরিত্রেই অভিনেতা। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রশ্মিকাকে।