English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

‘পুষ্পা টু’: মুক্তিতে আর নয় ‘নয় ছয়’

- Advertisements -

নাসিম রুমি: সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির গল্প, আইটেম গান ঝড় তুলেছিল ভক্তদের মনে; মুক্তির পর দাপিয়ে বেড়ায় বক্স অফিস। এখন নির্মিত হচ্ছে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট।

প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমার কাজ নানা কারণে পিছিয়েছে। কখনো আল্লু অর্জুনের শিডিউল সংকট, কখনো ফাহাদ ফাসিলের শিডিউল সংকট। গুঞ্জন শোনা গেছে, পরিচালক সুকুমার-আল্লু অর্জুন-ফাহাদ ফাসিলের দ্বন্দ্বের কথাও। এ কারণে আটকে ছিল শুটিং, বার বার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। হতাশ হয়েছেন ‘পুষ্পা’ ভক্তরাও। অবশেষে সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ জানালেন এর প্রযোজক রবি শঙ্কর।

পরিচালক-অভিনেতাদের দ্বন্দ্বের গুঞ্জন সত্য নয় বলে দাবি করেছেন প্রযোজক রবি শঙ্কর। পাশাপাশি মুক্তির চূড়ান্ত তারিখ জানিয়ে এই প্রযোজক বলেন, “অসাধারণভাবে আসছে ‘পুষ্পা টু’। সেপ্টেম্বরের মধ্যে সিনেমাটির দ্বিতীয়ার্ধের কাজ সম্পন্ন হবে। নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে পাঠাব। ৬ ডিসেম্বর থেকে ‘পুষ্পা টু’ প্রদর্শিত হবে।”

প্রথমটির চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন