দিনভর নানা নাটকের পর অবশেষে সুরক্ষামূলক জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেত্রী জারতাজ গুল ওয়াজির। পেশোয়ার হাইকোর্ট বুধবার রাতে তার জামিন মঞ্জুর করে।
খবরে বলা হয়েছে, এদিন সকাল থেকেই আদালতে অবস্থান নিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালতে প্রবেশ করেন তিনি। কালো কোট ও মাস্ক পরে তিনি আদালতে ঢোকেন। সাধারণত আইনজীবীরা এই পোশাক পরায় পিটিআই নেত্রীকে চিনতে পারেনি পুলিশ।
খবরে বলা হয়েছে, এদিন প্রধান বিচারপতি একটি অফিসিয়াল বৈঠকের জন্য রাজধানী ইসলামাবাদে ছিলেন। সে কারণে বেঞ্চ বসতে পারেনি। অন্যদিকে বাইরে পুলিশের বিশাল উপস্থিতি। এ অবস্থায় বাররুমে ‘আশ্রয়’ নিয়েছিলেন পিটিআই নেত্রী। পরে রাত ৯টার পর হাইকোর্টে ফিরে আসেন প্রধান বিচারপতি।
জারতাজ গুল গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, তিনি একজন শহীদের বোন এবং একজন দেশপ্রেমিক নাগরিক।
তবে জারতাজকে না পারলেও এদিন দলটির আরেক সিনিয়র নেতা আইমান তাহিরকে আদালতের বাইরে থেকে গ্রেফতার করে পুলিশ।