পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাব্য থাপরকে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাতাল অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় অভিনেত্রী কাব্যর গাড়ি। এতে একজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাকবিতণ্ডায় জড়ান ২৬ বছর বয়েসী এই অভিনেত্রী। শুধু তাই নয়, পুলিশকে গালিগালাজ করেন কাব্য। এর পর একাধিক বিধি ভঙের অভিযোগে কাব্যকে বিচারবিভাগীয় হেফাজতে নেয় জুহু পুলিশ।
কাব্যর জন্ম মুম্বাইয়ে। বেড়েও উঠেছেন আরব সাগরের তীরে অবস্থিত এই শহরেই। অভিনয়ের পাশপাশি মডেলিং করেন তিনি। ২০১৩ সালে ‘তৎকাল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন কাব্য। পাঁচ বছর বিরতি নিয়ে তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
পরের বছর ‘মার্কেট রাজা এমবিবিএস’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় কাব্যর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক মিনি কথা’। তেলেগু ভাষার এ সিনেমা গত বছর মুক্তি পায়।