English

29 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫
- Advertisement -

পুরুষের এমনটি হলে পরমাণুযুদ্ধ লেগে যেত: জাহ্নবী

- Advertisements -

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর এর আগেও ঋতুস্রাব নিয়ে অনেকবার কথা বলেছেন। ঋতুস্রাবের সময় কতটা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, তা প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। এবার পুরুষকে নিয়ে কথা বললেন তিনি। এ ধরনের যন্ত্রণা পুরুষেরা সহ্য করতে পারতেন না। পুরুষের ঋতুস্রাব হলে পরমাণুযুদ্ধ লেগে যেত বলেও জানান জাহ্নবী।

অভিনেত্রী নিজের ঋতুস্রাবের অভিজ্ঞতার কথা জানান। ঋতুস্রাবের যন্ত্রণা নাকি এমন জায়গায় পৌঁছাত যে, জাহ্নবী তার সম্পর্ক ভাঙতেও উদ্যত হয়েছেন একাধিকবার। প্রায় প্রতি মাসেই যখন যন্ত্রণা অসহ্য হয়ে উঠত, তার প্রভাব গিয়ে পড়ত সম্পর্কের ওপর। শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়তেন তিনি।

বিভিন্ন নারীর শরীরে ঋতুস্রাব নানা ধরনের প্রভাব ফেলে। কিন্তু এ যন্ত্রণাকে খানিক ছোট করেই দেখেন পুরুষেরা। কারও সঙ্গে ঝগড়া হলে বা নিজের মতামত স্পষ্ট করে বলতে গেলেই পুরুষেরা প্রশ্ন করে বসেন—এখন কি মাসের সেই সময়টা চলছে?

জাহ্নবী বলেন, এই প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সহানুভূতি থেকে করেন না। যদি সত্যিই যন্ত্রণা বুঝে এই প্রশ্ন করে থাকেন, তাহলে আপনাকে স্বাগত। কারণ এ যন্ত্রণা সত্যিই সাংঘাতিক এবং ভিন্ন প্রভাব ফেলে নারীর শরীরে।

অভিনেত্রী আরও বলেন, আমি নিশ্চিত বলতে পারি— এক মিনিটের জন্যও এই যন্ত্রণা ও মেজাজের ওঠাপড়া পুরুষরা মেনে নিতে পারবেন না। পুরুষের ঋতুস্রাব হলে হয়তো পরমাণুযুদ্ধ বেধে যেত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন