নাসিম রুমি: ওস্তাদ জাহাঙ্গীর আলম আবার চলচ্চিত্রে ফিরেছেন। আশির দশকে চলচ্চিত্রে আসা এ চলচ্চিত্রকার একাধারে ছিলেন নায়ক, প্রযোজক ও পরিচালক। এক সময় ছিলেন সিনেমা জগতে মার্শাল আর্টের প্রবর্তক। এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। তিনি মার্শাল আর্টের জনক।
জাহাঙ্গীর বলেন, আমার নতুন ছবির নাম ‘ডিজিটাল প্রেম’। ছবির গল্পে মার্শাল আর্টকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি নিজেই প্রযোজনা, পরিচালনা এবং অভিনয় করব। ওস্তাদ জাহাঙ্গীর বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে ভিস্তা অক্স প্রেজেন্টস আইকনিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
সম্প্রতি কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ট্রাভেল-ট্যুরিজম ফেস্টিভ্যাল-২০২৫ এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁকে আজীবন সম্মানা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। উল্লেখ্য, দীর্ঘ বছর পর তিনি চলচ্চিত্রে পুনরায় ফিরছেন।