পুত্র সন্তানের মা হলেন হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। আজ শনিবার সামাজিক মাধ্যমে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি।
শ্রেয়া লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনোদিন অনুভব করিনি। শিলাদিত্য (শ্রেয়ার স্বামী), আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাঙালি পরিবারে মেয়ে শ্রেয়া ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এতোদিনে তাদের ঘরে এলো নতুন অতিথি।