নাসিম রুমি: বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা। ২রা জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ সিনেমার ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়ক গাছ দর্শকদের।
৬৪ বছর বয়সী অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এবার তার নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কমল লিখেন, এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে!
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। কমলের এমন মন্তব্যে গর্জে উঠলেন অভিনেত্রী। পাল্টা জবাবে অভিনেত্রী লিখেন, দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন।
আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত। প্রসঙ্গত, শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ সমাজমাধ্যমে লিখেছেন, এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন। অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।