English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

পারিবারিক বিষয় নিয়ে নানার সঙ্গে কথা বললেন পরীমনি

- Advertisements -

আলোচিত নায়িকা পরীমনিকে বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হলে এ সময় আদালতে ছুটে আসেন তার নানা শামসুল হক।

এ সময় পরীমনি বিচারককে বলেন, আমার নানা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। তখন বিচারক অনুমতি দেন তার নানার সঙ্গে কথা বলার। দুপুর ১২টা ২৫ মিনিটে পরীমণির নানা কাঠগড়ার বাইর থেকে তার সঙ্গে কথা বলেন।

১২টা ২৭ মিনিটে তাদের কথা শেষ হয়। এ সময় পাশে ছিলেন পরীর দুই খালাত ভাই। কী কথা হয়েছে জানতে চাইলে পরীর খালাত ভাই বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে।

এর আগে পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৬ আগস্ট সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়েছিল। এর পর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন