English

23.1 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

পাঠান দেখতে দর্শকদের ঢল

- Advertisements -

নাসিম রুমি: যেমনটা ধারণা করা হচ্ছিল তাই হচ্ছে! ঢাকার স্টার সিনেপ্লেক্সে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দেখতে দর্শকদের ঢল নেমেছে। শুক্রবার বলিউডের এ ছবি মুক্তির প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, সিনেপ্লেক্সের ৭ ব্রাঞ্চে শুক্রবার থেকে ৩৪টি করে শো পেয়েছে ‘পাঠান’।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, প্রথম দুইদিনের টিকেট শেষ। রবিবারের টিকেটও অর্ধেক শেষ। শুক্রবার সকাল থেকে ‘পাঠান’ দেখতে সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে দর্শকের ঢল নেমেছে। ঈদে বাংলাদেশের ছবিগুলো ভালো চলার পর ‘পাঠান’ আবার দর্শকদের হলমুখী করেছে।

শুক্রবার বিকেলে দলে দলে মানুষ পাঠান দেখতে ভীড় করছে। দীর্ঘলাইন দিয়ে সিনেমা হলে ঢুকছেন। শাহরুখ খানের বাংলাদেশে একাধিক ফ্যান ক্লাব আছে। সেই ভক্তরাও জড়ো হয়েছে সাদা টি-শার্টে ‘পাঠান’ পোস্টার লাগিয়ে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে এসেছে।

চোখে পড়ে ছবি শেষে ‘ঝুমে পাঠান’ গানের তালে তালে ভক্তরা নাচনাচি করছেন। আরও দেখা যায়, উচ্চবিত্ত দর্শকরা পরিবার নিয়ে পাঠান দেখছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন