ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি। ব্যতিক্রমী কণ্ঠ আর সুরের জাদুতে দেড় দশক ধরে মুগ্ধ করে এসেছেন ভক্তদের। একক অ্যালবাম থেকে বলিউডের সিনেমায় গান, সব জায়গায় নিজের দারুণ ছাপ রেখেছেন এই গায়ক। তবে জন্মসূত্রে আদনান সামি ভারতীয় ছিলেন না।
সম্প্রতি টুইটারে আদনান পাকিস্তান প্রসঙ্গে লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন পাকিস্তানের প্রতি আমার এত বিদ্বেষ কেন? তবে আসল সত্যিটা হচ্ছে, পাকিস্তানের মানুষের ওপর আমার কোনো রাগ নেই। তারা আমার সঙ্গে ভালো ব্যবহারই করেছে। যতক্ষণ আমাকে কেউ ভালোবাসে, আমিও পাল্টা তাকে ভালোবাসি। যদিও আমার মূল সমস্যা হচ্ছে ওই দেশের সরকারকে নিয়ে। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন, তারাই জানেন বহু বছর ধরে সেখানকার প্রশাসনের কাছ থেকে আমাকে কী কী সহ্য করতে হয়েছে। যেটা কিনা আমার পাকিস্তান ছাড়ার আসল কারণ। ’
এখানেই শেষ নয়। আদনান এরপর আরো বলেছেন, ‘খুব শিগগিরই একদিন আমি সমস্ত সত্য সকলের সামনে তুলে ধরব। কিভাবে হয়রানির শিকার হয়েছি, সে কথাও বলব। সেই কারণ জানলে একজন সাধারণ মানুষ হিসেবে সকলে চমকে উঠবেন! অনেক বছর ধরে আমি চুপ করে রয়েছি। তবে ঠিক সময়ে সত্যিটা প্রকাশ করব। পাকিস্তানের আসল চেহারা ফাঁস করব। ’
আদনান সামি এ কথা শেয়ার করার পর ভক্ত-অনুরাগীরা তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। অনেকেই গায়কের সুন্দর মনের কথা জানিয়েছেন। তাঁর মতো একজন গুণী মানুষকে এসব সহ্য করতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন ভক্তরা।
বলিউডের বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন আদনান সামি। ২০২০ সালে ভারতের অন্য়তম সেরা জাতীয় পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।