নাসিম রুমি: ওপার বাংলার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছবি। সেখানে ভয়ানক এবং দুর্ধর্ষ তার চেহারা। তবে শুধু কি দেয়াল, যাত্রীবাহী বাসের গায়ে এবং অটোগাড়ির পেছনেও জায়গা করে নিয়েছেন মোশাররফ করিম।
এর কারণ কী? কারণ একটাই। আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘হুব্বা’। সেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমায় তাকে নাম ভূমিকায় দেখা যাবে। সেই ‘হুব্বা’র পোস্টারই লাগানো হয়েছে দেয়ালে, বাসে, অটোতে।
কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ট্রেলার। দর্শক লুফে নিয়েছেন সেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিমের দুই বাংলার ভক্তদের উচ্ছ্বাস। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও এই অভিনেতা অসংখ্য ভক্ত রয়েছে।
জানা গেছে, মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে দেশের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্নও করেছে।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান!
বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে আরও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।