English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

পর্দায় প্রথমবার একসঙ্গে প্রসেনজিৎ ও জিৎ

- Advertisements -

নাসিম রুমি: ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছেন প্রসেনজিৎ ও জিৎ। কিন্তু একসঙ্গে পর্দায় কখনো তাদের দেখা যায়নি। এবার সেই খরা ঘুচতে যাচ্ছে। ওটিটির জন্য নির্মিত একটি সিরিজে একসঙ্গে দেখা যাবে এ দুই অভিনেতাকে। জিতের জন্য এটা ওটিটি অভিষেকও বলা যেতে পারে।

প্রসেনজিৎ গত বছরই ওটিটিতে নাম লিখিয়েছেন। নীরজ পাণ্ডের একটি প্রজেক্টে দেখা যাবে এ দু’জনকে। বর্তমানে চলছে ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচন শেষেই শুরু হবে সিরিজটির শুটিং। এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, সিরিজের গল্পে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। সিরিজে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। থাকবেন শাশ্বত গার্গী রায় চৌধুরীও। এদিকে জিৎ বর্তমানে ‘বুমেরাং’ নামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ৭ জুন এটি মুক্তি পাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন