এবার এই ইস্যুতে উপদেশ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা ও চিত্রনায়ক জায়েদ খান।
গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে ‘গ্রেটার ময়মনসিংহ এসএসসি-৯২ ব্যাচ’ আয়োজিত নবান্ন উৎসবে চলচ্চিত্র শিল্পী সমিতির এই নেতা বলেছেন, ‘তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। না হলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।’
জায়েদ খান আরও বলছেন, ‘শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতী আমি না। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনও ফেসবুকে লাইভে এসে তা বলিনি। কারণ, এটা মানুষ হাসানো ছাড়া আর কোনও সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা, সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে দেওয়া উচিত।’