নাসিম রুমি: বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন বলে কথা। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর জন্মদিনের আগের রাত অর্থাৎ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই ধুমধাম করে পালন করলেন তার এই বিশেষ দিন। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছরের জন্মদিন পালন করলেন সালমান। বিলাসবহুল একটি গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট ও কালো টি শার্ট। বিগত কয়েকমাস ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিষ্ণোই গ্যাংয়ের থেকে।
তবে তার মাঝেও বেশ ধুমধাম করেই হল সমস্ত আয়োজন। ভাইজানের পরিবারের সদস্য ভাই আরবাজ খান ও তার স্ত্রী শুরি খান এসেছিলেন। ছিলেন ছোট ভাই সোহেল ও তার ছেলে নির্বাণ। সালমানের প্রাক্তন প্রেমিকাদের মধ্যে ছিলেন সংগীতা বিজলানি ও ইউলিয়া ভানটুর। বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।
একসময় সমস্ত পাকাপাকি হয়ে যাওয়ার পরেও, সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ভাঙে সালমানের। শোনা যায়, ধোঁকা এসেছিল তার দিক থেকেই। তবে খান পরিবারের সঙ্গে সঙ্গীতা এখনও ভীষণ ঘনিষ্ঠ। মাফও করে দিয়েছেন প্রাক্তনকে। বরাবরের মতো এবারেও তাকে দেখা গেল জন্মদিনের পার্টিতে। অভিনেতা ববি দেওল ছিলেন, দেখা মিলল রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজারও। দুই ছেলে রিয়ান এবং রাহিলের সঙ্গে পার্টিতে অংশ নেন তারা।