নাসিম রুমি: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) এর পরিবর্তে অনিবার্য কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনারের সঙ্গে দুই প্যানেলের প্রার্থীরা জরুরি বৈঠক সেরে এই সিদ্ধান্ত জানান।
উপসচিব পদপ্রার্থী কবিরুল ইসলাম রানা বলেন, এফডিসির পক্ষ থেকে আমাদের বলা হয়েছে ডিএমপি অথবা এসবি পারমিশন আনতে পারেন। আমরা পারমিশন এনেছিলাম। কিন্তু বৃহস্পতিবার দুপুরে জানানো হয়েছে, সচিবালয়ে আগুন লাগায় কেপিআইভুক্ত এলাকায় নির্বাচন করা যাবে না।
“চাইলে আমরা এফডিসির বাইরে নির্বাচন অনুষ্ঠিত করতে পারতাম। কিন্তু আলমগীর, সোহেল রানা সাহেবের মতো তারকা নির্মাতা রয়েছেন, যাদের নিয়ে বাইরে যাওয়া নিরাপদ মনে করি না। এফডিসি যেহেতু আমাদের ঘর, আমরা এখানেই নির্বাচন করবো।”
তিনি বলেন,“৪৩ বছরের ইতিহাসে পরিচালক সমিতির নির্বাচনে কখনও গ্যাঞ্জাম হয়নি। ওয়ান ইলেভেনেও আমরা নির্বাচন করেছি। যেহেতু মিনিস্ট্রি বারণ করেছে এ কারণে আমরা আপাতত ভোট গ্রহণ স্থগিত রেখেছি। তবে এফডিসিতে আমাদের নির্বাচনী প্রচারণা চলছে। শিগগির আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।”
কেউ কেউ বলছেন, দুই নির্বাচনী প্যানেলের মধ্যেই আওয়ামীলীগ সরকার সমর্থিত প্রার্থীরা রয়েছেন। এ কারণে নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে সভাপতি পদের প্রার্থী শাহীন সুমন ও মহাসচিব প্রার্থী শাহীন কবির টুটুল; অপর প্যানেলে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। নির্বাচন স্থগিত নিয়ে তারাও কোনো মন্তব্য করেননি।