ফেসবুকে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। সেই স্ট্যাটাসে পরী তিনজন মানুষের কথা উল্লেখ করেছেন। সেই তিনজন হলেন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম ও পরিচালক রায়হান রাফি।
রাফির সর্বশেষ দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘দামাল’ জুটি হিসেবে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন রাজ ও মিম। পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে পরী লিখেছেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মীমকে ট্যাগ করে পরী লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’। স্বামী রাজকে ট্যাগ করে পরী লিখেছেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার’।
পরীর স্ট্যাটাস নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি রাফি, রাজ ও মীম। তবে এক ব্যক্তি পরীর স্ট্যাটাসে মন্তব্য করেছেন এসব ঝামেলা ঘরেই মিটমাট করা উচিত। তার জবাবে পরী লিখেছেন, ‘সবকিছু ঘরের মধ্যে রাখা যায় না। দুঃখিত’।