English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

পরিচালক রাকেশের শেষ সিনেমা হবে ছেলে হৃতিকের ‘কৃষ ৪’

- Advertisements -

নাসিম রুমি: ক্যারিয়ারে নায়ক হিসেবে যেমন ছিলেন হার্টথ্রব, তেমনি পরিচালক হিসেবেও জমকালো সব সিনেমা উপহার দিয়েছেন রাকেশ রোশন। ‘করণ-অর্জুন’ থেকে ‘কাহো না পেয়ার হ্যায়’ কিংবা হালের ‘কৃষ’, চলচ্চিত্র নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন রাকেশ। তবে এবার পরিচালনাতে ইতি টানতে চলেছেন বলিউডের এই প্রভাবশালী নির্মাতা। আর ছেলের সঙ্গে ‘কৃষ ৪’ হতে যাচ্ছে তার সিনেমা। এমনটাই জানালেন রাকেশ রোশন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ হবে তার শেষ সিনেমা। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, তিনি আর পরিচালনা করবেন না। রাকেশ রোশন বলেছেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’

রাকেশ রোশন আরও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’

অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।

রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা হয়ে নয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন