নাসিম রুমি: প্রথম ঘোষণায় টিজারে নাম থাকলেও শুটিংয়ের আগে ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়ে যান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরিবর্তে নেওয়া হয় নায়িকা পূজা চেরীকে। দীঘিকে সরানোর কারণ হিসেবে ছবির পরিচালক আলোক হাসান জানান, দীঘির কাজে পেশাদারিত্বের অভাব থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এ ঘটনায় দীঘি জানিয়েছেন, বিষয়টি শিল্পী সমিতিতে অভিযোগ আকারে জানাবেন তিনি এবং মানহানির শিকার হওয়ায় আইনি পদক্ষেপও নেবেন। তার দাবি, বাদ পড়ার কারণও নাকি তিনি জানেন না।
দীঘির এই মন্তব্য ও দাবির প্রেক্ষিতে জবাব দিয়েছে ‘টগর’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক। দীঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রযোজনা প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে দীঘির উদ্দেশে লেখে, ‘বরং নিজের পেশাদারত্বের দিকে মনোযোগ দিলে ভালো করতেন। একটি প্রজেক্টে অনবোর্ড হওয়ার পর দিনের পর দিন পার হয়ে যায়, তিনি স্ক্রিপ্টের ফাইনাল ড্রাফট পড়ার সময় পান না। পরিচালকের ফোন, মেসেজের রিপ্লাই করতে ২৪-৪৮ ঘণ্টা পেরিয়ে যায়, কনটেন্ট প্রমোশনের সময় পান না, এমন পরিস্থিতিতে একটা প্রযোজনা প্রতিষ্ঠানের করণীয় কী থাকে? একটা প্রজেক্টের শুরুতেই যদি এত অনীহা ও দায়িত্বহীনতা কাজ করে, তাহলে রিলিজের সময় কী হবে?’
তবে জানা গেছে, নির্মাতা, প্রযোজকদের সঙ্গে এবারই প্রথম দ্বন্দে জড়াননি দীঘি। এর আগেও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। এরপর রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ থেকে বাদ পড়েও একই কাণ্ড ঘটান দীঘি।